Hindustan Times
Bangla

ঘন লম্বা চুল পছন্দ করেন? এদিকে ভীষণ চুল উঠছে? সমস্যা তাড়াতে বাছুন ৫ হারবাল টোটকা। 

অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্ট, দূষণ আর স্ট্রেসের কারণে আজকাল কম বেশি সবাই চুল ওঠার সমস্যায় ভোগেন।  =

ভালো চুল পেতে বাছুন নারকেল তেল।

দিনে ৫ মিনিট অন্তত নারকেল তেল দিয়ে যদি স্ক্যাল্প ম্যাসাজ করেন তাহলে চুল পড়া কমবে। ব্লাড সার্কুলেশন বাড়বে। 

আমলকি চুলের জন্য ভীষণ ভালো। এটা খেতেও পারেন আবার হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। 

দুই চামচ আমলকির গুঁড়ো, দুই চামচ শিকাকাই মিশিয়ে তাতে জল দিয়ে মিশ্রণ বানিয়ে মাথায় লাগান। ৫০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। 

গ্রিন টি দিয়ে চুল ধোবেন। এটা চুল ভালো রাখে। 

জবা ফুল চুলের জন্য খুব উপকারী। 

১০টা জবা পাতা আর তিনটি ফুল মিক্সিতে গুঁড়ো করে সেটা জলে মিশিয়ে মাথায় লাগিয়ে ৪০ মিনিট রেখে শ্যাম্পু করুন।