বাড়িতেই বানান এই ৫ ফেস স্ক্রাব, পাবেন সুন্দর আর ঝলমলে ত্বক
রূপচর্চার জন্য ঘরে থাকা জিনিসকেই ব্যবহার করুন আর পান ঝলমলে, দাগহীন, মোলায়েম ত্বক। ঘরেই বানিয়ে নিন ফেস স্ক্রাব। কী দিয়ে বানাবেন?
দেখে নিন বাড়িতে ফেস স্ক্রাব বানানোর সহজ উপায়-
২ চামচ চিনি, দু ফোঁটা মধু আর ১ চামচ লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
গ্রিন টি, মধু, চিনি এবং এক চামচ অলিভ অয়েল নিন একটি বাটিতে। তারপর সেটা ভালো করে মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ মুখে লাগিয়ে তা হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।
আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে তিন চামচ ওটস, দু চামচ চিনি, এক চামচ মধু এবং এক চামচ গোলাপজল মেশান। তারপর সেটা মুখে লাগান। এরপর শুকিয়ে এলে তুলো গরম জলে ভিজিয়ে তা তুলে ফেলুন।
হলুদ বাটা, চিনি, গোলাপ জল মিশিয়ে পেস্ট বানান। একটু ঘন মিশ্রণ বানাবেন। তারপর সেটা ১৫ রাখুন মুখে লাগিয়ে। তারপর মুখ ধুয়ে ফেলুন।
টমেটো গ্রেট করুন। তার মধ্যে লেবুর রস, চিনি, ২ চামচ টক দই মেশান, এবং একটি মিশ্রণ বানান। তারপর সেটা দিয়ে ভালো করে ফেস স্ক্রাব করুন। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে নিন।
একাধিক ঘরোয়া উপকরণের সাহায্যে একাধিক মিশ্রণ বানিয়ে মুখে লাগান এবং পেয়ে যান দারুণ ত্বক।