দিদিমার টোটকা: গর্ভের সন্তান ছেলে না মেয়ে? বুঝুন এই ৭ লক্ষণে
গর্ভবতী মেয়েদের মনে যে চিন্তা সবসময় ঘোরে, তা হল তাঁর গর্ভের সন্তান ছেলে না মেয়ে? এই ৭ টোটকা কাজে লাগিয়ে আপনি পেতে পারেন জবাব।
মর্নিং সিকনেস বেশি হয় মেয়ে হলে। অর্থাৎ বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়।
মেয়ে হলে নাকি মুড সুইংসও বেশি হয়। কথায় কথায় রাগ ও কান্না পায়। আর ছেলে মেজাজ থাকে ফুরফুরে।
ছেলে হলে সাধারণত বাঁ দিক ফিরেই শুতে পছন্দ করে হবু মায়েরা। আর মেয়ে হলে ডান দিক ফিরে শুলে আরাম আসে।
ত্বক ও চুলে তেলতেলে ভাব, ব্রন-র সমস্যা দেখা দিলে ধরে নেওয়া হয় কন্যা সন্তান আসতে চলেছে।
হবু মা যদি দেখতে আরও সুন্দরী হয়ে যায়, তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
গর্ভাবস্থায় বেশি করে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে হওয়ার অর্থ হল শরীরের ভেতর কন্যা সন্তান বেড়ে ওঠছে। আর মায়ের যদি খুব ঝাল বা টক খেতে ইচ্ছে করে তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি
প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দন হার যত বেশি হবে, মেয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি।
বেবি বাম্প যদি নীচের দিকে ঝোলা থাকে তাহলে ছেলে হবে বলেই মনে করা হয়। অন্য দিকে, মেয়ে সন্তান থাকলে বেবি বাম্প থাকে পেটের মাঝামাঝি থাকে ও উঁচু হয় বেশি।