Hindustan Times
Bangla

প্রতিদিন মেকআপ করেন? ত্বকের যত্ন নিতে মেনে চলুন এই ৫ টিপস

পেশাগত কারণে কিংবা শুধুই ভালোবাসা থেকে নিয়মিত মেকআপ করেন অনেকে। যাঁরা মেকআপ করেন, তাঁদের ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। মেকআপ তোলার পর কীভাবে যত্ন নেবেন ত্বকের?

মেকআপ তোলার সময় চাপ দিয়ে ঘষে ঘষে একদম মেকআপ তুলবেন না। সঠিক ক্লিনজার এবং তুলোর ব্যবহার করে মেকআপ তুলতে হবে।

প্রথমে অয়েল বেসড ক্লিনজার দিয়ে মেকআপ তুলুন। বিশেষ করে চোখের কাজল,মাস্কারা তুলতে কাজে আসে এই ক্লিনজিং। এরপর আলতো করে জেল বেসড ক্লিনজার দিয়ে মেকআপ তুলুন। 

মেকআপ ঠিকঠাক তোলার পাশাপাশি যদি ঠিকভাবে আপনার ত্বক ডিটক্স করতে পারেন, তাহলে আপনার ত্বক ভালো থাকবে।

মেকআপ তুলে নেওয়ার পরে বাড়তি যত্ন নিতে লাগিয়ে নিন টোনার। অ্যান্টি অক্সিড্যান্ট টোনার লাগাতে পারেন। 

সব শেষে ত্বক অনুযায়ী বেছে ময়শ্চরাইজার লাগান। এতে ত্বক ভালো থাকবে।