By Soumick Majumdar
Published 26 Jan, 2023
Hindustan Times
Bangla
৬টি এমন বিষয়, যা আপনার বিশ্বাসই হবে না
ফ্রিজে যত বেশি জিনিস থাকে, তত কম বিদ্যুৎ খরচ হয়।
রুবিক্স কিউব বানিয়েছিলেন আর্নো রুবিক নামে এক ব্যক্তি। নিজের বানানো ধাঁধা সলভ করার উপায় বের করতেই তাঁর প্রায় এক মাস সময় লেগেছিল।
এক সময়ে শার্টের কলার ইচ্ছামতো খোলা যেত। আসলে কলারই বেশি নোংরা হয়। তাই সেটি নিয়মিত সাফ করার জন্য এই পন্থা ছিল।
এখন সবার ফোনেই ব্লু-টুথ। এই ব্লু-টুথ নাম এসেছে ডেনমার্কের রাজা হ্যারল্ড 'ব্লুটুথ' গোর্মসনের নামে।
ইগুয়ানা নামে দক্ষিণ আমেরিকার এই সরীসৃপের 'তৃতীয় নয়ন' থাকে। এই তিন নম্বর চোখে এরা স্পষ্ট দেখতে পায় না। তবে আলো এবং নড়াচড়া বুঝতে পারে।
গিনেস বুক অফ ওয়ার্লড রেকর্ডস অনুযায়ী, বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তি(জীবিত) হলেন তুরস্কের সুলতান কোসেন। তাঁর উচ্চতা ৮ ফুট ২.৮২ ইঞ্চি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন