Hindustan Times
Bangla

Google-এ এই ৬টি বিষয় সার্চ করলে পড়বেন বড় বিপদে!

পর্নোগ্রাফি: এই ধরনের অবৈধ ওয়েবসাইটগুলি ম্যালওয়ার ও ভাইরাসের ডিপো। অনেকেরই ডিভাইস এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আক্রান্ত হয়। 

কাস্টমার কেয়ার নম্বর :  অনলাইনে নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। তাছাড়া বিভিন্ন ওয়েবসাইটে কোনও কাস্টমার কেয়ারের নামে নিজেদের নম্বর দিয়ে রাখে। ফোন করলেই বিপদে পড়বেন। 

ব্যাঙ্কের ওয়েবসাইট: এক্ষেত্রেও ব্যাঙ্কের ওয়েবসাইটের কপি বানিয়ে রাখতে পারে প্রতারকরা। সর্বদা সরাসরি অ্যাপ বা অ্যাড্রেস বারে ব্যাঙ্কের সাইট লিখে প্রবেশ করুন।

অ্যাপ ও সফটওয়্যার : অজানা সাইট থেকে .apk, .exe ফাইল ডাউনলোড এড়িয়ে চলুন। সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করাই শ্রেয়। 

বিনিয়োগ: অনলাইন সার্চ করে পাওয়া বুদ্ধি থেকে হুট করে বিনিয়োগ করে দেবেন না। আরও ১০-১২টি সুপরিচিত ওয়েবসাইট, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগের পথে এগনো উচিত্। 

ওষুধ ও চিকিত্সা : অনলাইন সার্চ করে একেবারে অচেনা, নাম না জানা ওয়েবসাইট থেকে ওষুধ কিনবেন না। চিকিত্সা তো একেবারেই নয়।