Hindustan Times
Bangla

অফিসের জন্য় উপযুক্ত, প্রতিদিনের জন্য ব্যবহার করতে পারেন এই ৬ অনন্য় ডিজাইনের ব্যাগ

অফিসে যেতে সাজ পোশাকের জন্য প্রয়োজন জুতসই ব্যাগ। কোন ধরনের ব্যাগে কী ব্যবহার করতে পারেন? একটু স্টাইল না-ই করলাম, তা হলে আর কী করলাম!

লেদার স্যাচেল- বেশিরভাগ মহিলাই অফিসে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করেন। কাছে-পিঠে কোথাও গেলেও ব্যবহার করতে পারেন এই ব্যাগ।

বোহো স্টাইল ব্যাগ- বেশ চকমকে জিনিস পছন্দ হয়, তা হলে কিন্তু এই ধরনের ব্যাগও নিতে পারেন।

টোট ব্যাগ- এতে অনেক জিনিস একসঙ্গে ক্যারি করতে পারবেন।

ক্রস বডি ব্যাগ- যদি জিনস-টপ পরেন অথবা ফর্মাল কোনও পশ্চিমী পোশাক পরেন, তা হলে এই ব্যাগটি কিন্তু বেশ ভালো যাবে তার সঙ্গে। 

স্লিং ব্যাগ- খুব বেশি জিনিস আপনি ক্যারি করতে পারবেন না, কিন্তু মজার বিষয় হল, এই ব্যাগ নিয়ে কিন্তু আশেপাশে টুক করে যাওয়া যায়।

ক্লাচ- এই ধরনের ব্যাগে খুব বেশি জিনিস আঁটে না। শুধুমাত্র প্রয়োজনীয় ছোট জিনিস নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ধরনের জিনিস নিতে পারেন।