Hindustan Times
Bangla

 গত বছর ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি দেন ভারতের নাইটিঙ্গেল লতা মঙ্গেশকর।

তিনি আজ নেই। কিন্তু তাঁর সুরের মায়ায় যেন আজও আচ্ছন্ন সঙ্গীত বিশ্ব।সুর সম্রাজ্ঞীর মৃত্যুবার্ষিকীতে জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য।

লতা মঙ্গেশকরই প্রথম ভারতীয় শিল্পী যিনি ১৯৭৪ সালে ওয়েন অর্কেস্ট্রার সঙ্গে লন্ডনের বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলে পারফর্ম করেছিলেন।

ফটোগ্রাফির শখ ছিল লতা মঙ্গেশকরের। একটি রোলিফ্লেক্স ক্যামেরা দিয়ে হাত সেট করার চেষ্টা করেন। সেই সময় থেকেই নেশা চেপে বসে। দেশে সুযোগ না হলেও, বিদেশে গেলে ক্যামেরা হাতে ঘুরতেন তিনি। 

নামজাদা থিয়েটার কোম্পানি চালাতেন লতা মঙ্গেশকরের বাবা। ফলে ছোট থেকেই গানবাজনা, সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠেন তিনি। ফলে গান নিয়েই যে এগিয়ে যাবেন, তা শুরু থেকেই জানতেন লতা মঙ্গেশকর। 

প্রাশ্চাত্য সঙ্গীতকে কখনও খাটো করে দেখেননি লতা মঙ্গেশকর। মোজার্ট, বিথোভেন, চোপিন, ন্যাট কিং কোল, দ্য বিটলস, বারব্রা স্ট্রিস্যান্ড এবং হ্যারি বেলাফন্টের গান নিয়মিত শুনতেন তিনি। 

একইভাবে, হলিউড সিনেমারও ভক্ত ছিলেন। জেমস বন্ডের মতো অ্যাকশন সিনেমাও দেখতে পছন্দ করতেন লতা মঙ্গেশকর।

কোনও কারণে টেনশন হলে বসে পড়তেন টিভির সামনে। চালিয়ে দিতেন ক্রিকেট ম্যাচ। বরাবরই খেলা দেখতে খুব পছন্দ করতেন কোকিলকন্ঠী।