বলিউডের নামকরা তারকা যাঁরা তাঁদের জীবন শুরু করেছিলেন সাধারণ ভাবেই। এক রাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন বি-টাউনে। ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশন স্টার হিসাবে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেইসব সেলেবদের।
শাহরুখ খান:'বলিউড বাদশা' শাহরুখ খান যখন বিনোদন জগতে প্রবেশ করেন তখন তার বয়স ছিল ২৩ বছর। প্রথমদিকে, তিনি সার্কাস এবং ফৌজির মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেন. দীর্ঘ সংগ্রামের পর, তিনি ১৯৯২ সালে ‘দিওয়ানা; দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত বাজিগর সিনেমার মাধ্যমে শুরু হয় তার জনপ্রিয়তা।
বিদ্যা বালান: ‘কাহানি’ খ্যাত বিদ্যা বালানের অভিনয় জীবনও শুরু হয় ছোট পর্দার হাত ধরে।ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এই অভিনেত্রী বালাজী টেলিফিল্মসের শো ‘হাম পাঁচ’-এ তিনি প্রথম জীবনে অভিনয় করতেন
সুশান্ত সিংহ রাজপুত: প্রয়াত তরুণ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত ‘পবিত্র রিশতা’ দিয়ে শুরু করেন তাঁর অভিনয় জীবন। এরপর ‘কাই পই চে’ ছবি দিয়ে বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান।
আয়ুষ্মান খুরানা: ‘আন্ধাধুন’ তারকা টেলিভিশনের মধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ‘রোডিজ-সিজন ২’ জিতেছিলেন।‘ভিকি ডোনর’- এ অভিনয়ের আগে তিনি অনেক শো হোস্টও করেন।
আর মাধবন: হিন্দী ও তামিল ছবিতে দর্শকের মন জয় করার আগে বহু টিভি সিরিয়ালে অংশগ্রহণ করেন মাধবন। তাঁর অভিনীত সিরিয়াল গুলি হলো-‘বনেগী আপনি বাত্ত’, ;ঘর জামাই’ ইত্যাদি.
ইরফান খান: প্রয়াত অভিনেতা ইরফান খান বলিউডে পদার্পণ করার আগে বহু টিভি সিরিয়ালে অভিনয় করেন। তাঁর অভিনীত সিরিয়াল গুলি হলো- চাণক্য, চন্দ্রকান্ত, ভারত এক খোঁজ, বনেগী আপনি বাত, শশশশ... কোই হ্যায়, মানো য়া না মানো।
ম্রুনাল ঠাকুর: ‘প্যান ইন্ডিয়া’ তারকা হওয়ার আগে ম্রুনাল অভিনয় করতেন ‘কুমকুম ভাগ্য’ নামক টিভি সিরিয়ালে