Hindustan Times
Bangla

আজ ফাদার্স ডে। বাবা এবং তাঁর সন্তানদের সম্পর্ক উদযাপন করার দিন। আর সেই দিনের উদযাপনে সিনেমার থেকে ভালো আর কীই বা হতে পারে? 

বিশেষ দিনটিতে বাবার সঙ্গে ঘরে বসে দেখুন এই ৭ ছবির একটি। 

অপুর সংসার। এই ছবিটির মুক্তির প্রায় ৬৫ বছর হতে চলল, তবু আজও একই রকম জনপ্রিয় এবং প্রাসঙ্গিক রয়ে গেল। 

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিতে সত্যজিৎ রায় দারুণ সুন্দর ভাবে বাবা ছেলের সম্পর্ক তুলে ধরেছেন। 

ঋতুপর্ণ ঘোষের অসুখকে এই তালিকায় রাখতেই হবে। বাবা মেয়ের এক অন্য রকম চেনা ছকের বাইরের সম্পর্ক তুলে ধরা হয় এখানে 

সাঁঝবাতির রূপকথারা ছবিতেও অঞ্জন দাস বাবা মেয়ের সম্পর্ককে একদম অন্য রকম ভাবে তুলে ধরেছিলেন। যদিও ছবিটা অত জনপ্রিয়তা পায়নি। 

বুদ্ধদেব দাশগুপ্তর কালপুরুষ ছবিতে টালমাটাল পরিস্থিতি দিয়ে যাওয়া এক ছেলের ভরসা কী করে তার বাবা হয়ে ওঠেন সেটাই দেখানো হয়েছিল। 

বাবা ছেলের এই দারুণ বন্ডিং ছবিতে তুলে ধরেছিলেন রাহুল বোস এবং মিঠুন চক্রবর্তী। 

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমাওয়ালা ছবিতে বাবা ছেলের এক সম্পর্ক, টানাপোড়েন তুলে ধরা হয়। 

পরাণ বন্দ্যোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিতে অভিনয় করেছিলেন বাবা ছেলের চরিত্রে। 

ময়ূরাক্ষী ছবিতে সৌমিত্র এবং প্রসেনজিৎ বাবা ছেলের এক অন্য সমীকরণ তুলে ধরেন। অসুস্থ বাবা এবং তাঁকে বাঁচানোর চেষ্টারত ছেলের গল্প বলে এই ছবি। 

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত উমাতে উঠে এসেছিল মেয়ের শেষ স্বপ্ন পূরণ করতে এক বাবা কী কী করতে পারেন তার উদাহরণ। 

এখানে যিশু সেনগুপ্ত এবং তাঁর মেয়ে সারাকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।