By Priyanka Bose
Published 19 Aug, 2023
Hindustan Times
Bangla
যৌন মিলনের সময় শুধু নিজের কথা নয়, ভাবুন পার্টনারকে নিয়েও, রইল সাত টিপস
সহবাসের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা উচিত, এর ফলে কিছু ধরনের ঝামেলা এড়ানো যায়।
জেনে নিন, শরীরিক সম্পর্কের বিষয় কী কী জিনিস মাথায় রাখা উচিত?
সেক্স করার সময় সুরক্ষার বিশেষ যত্ন নিন। অ-নিরাপদ যৌন মিলন এড়িয়ে চলুন। কারণ, এসটিআই হওয়ার ঝুঁকি রয়েছে।
অবাঞ্ছিত গর্ভাবস্থা এবং যৌন রোগ এড়াতে কনডম ব্যবহার করুন। বাজারে পুরুষ এবং মহিলা উভয়েরই কনডম পাওয়া যায়।
যৌন মিলনের আগে উভয় সঙ্গীর যৌনাঙ্গের পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হবে।
পুরুষদের মনে রাখতে হবে, কনডম তখনই ব্যবহার করুন যখন ইরেকশন হয়। অন্যথায় কনডম নষ্ট হওয়ার ভয় থাকে।
যৌনতা শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি একটি মানসিক সংযোগও। এমন পরিস্থিতিতে সঙ্গীর সঙ্গে মানসিক ভাবে সংযোগ থাকাও প্রয়োজন।
কেউ কেউ যৌন মিলনের সময় উত্তেজন ওষুধ সেবন করেন। তা থেকে বিরত থাকতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যৌন মিলনের জন্য উত্তেজক ওষুধ ব্য়বহারের ফলে ধীরে ধীরে সেক্স ড্রাইভ কমে যায়।
সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর, কোনও নির্দিষ্ট তথ্যের জন্য় উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন