By Priyanka Bose
Published 14 Jul, 2023
Hindustan Times
Bangla
আলতার এই ৮ অনন্য ডিজাইন, পা দেখতে লাগবে অপূর্ব
বিবাহ এবং পুজোপার্বণে আলতার সঙ্গে বাঙালির বন্ধন চিরন্তন। শাড়ির সঙ্গে পায়ে রাঙা আলতার কারুকার্য যেন একটা আলাদা মাত্রা যোগ করে।
আলতা ছাড়া বঙ্গললনাদের সাজ যেন অসম্পূর্ণই থেকে যায়! আলতার নকশা ফুটিয়ে তোলা খুব সহজ বলে মনে হলেও তা বেশ কৌশলের।
বাঙালি সংস্কৃতিতে লাল-সাদা রঙের ঐতিহ্যই আলাদা। কারণ লাল আলতার সঙ্গে যদি সাদা চন্দনের মেলবন্ধন হয়, তা-হলে তো কথাই নেই।
আলতা টানার নকশাও বিশেষ কিছু কায়দা আছে, যা মেনে আলতা পরলে সুন্দর দেখাবে পা। যাদের পায়ের গড়ন ছোট তাদের পায়ে আলতা দিয়ে সরু রেখা টানলে ভালো দেখাবে।
একটু বড় গড়নের পায়ে আলতার রেখাটা মোটা টানতে হবে।
ফুলের নক্সা কিংবা নানা ডিজাইনে আলতা রাঙা পায়ের সঙ্গে চন্দনের কাজ দুর্দান্ত ফুটে ওঠে
আলতা পায়ে লুকিয়ে রয়েছে চরম যৌবনের হাতছানি!
তরল আলতা এবং লরু তুলির সাহায্যে সুন্দর ভাবে অনায়াসেই ত্বকের উপর নকশা ফুটিয়ে তোলা সম্ভব।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন