পায়ের ফ্যাশনে সেরা ‘টো রিং’, রইল ৮ অনন্য ডিজাইনের ছবি
হিন্দুধর্মে বিবাহিত মহিলাদের পায়ে আংটো পরার রীতি রয়েছে। টো রিং পরলে পায়ের সৌন্দর্যটাই যেন পালটে যায়। সাজগোজটা সম্পূর্ণ মনে হয়।
পায়ের আঙুলে টো রিং পরার স্টাইল নারীদের ফ্যাশনে অনেক যুগ ধরেই রয়েছে। এই ফ্যাশনে মেতেছে আজকের আধুনিকারাও।
আগেকার দিনে অবশ্য রুপার টো রিংই বেশি চলত। আজকাল সেই ফ্যাশনে এসেছে অনেক বাড়তি যোগ। পুঁথি, মেটাল, হরেক রকম ডিজাইনের টো রিং।
ছোটো ডিজাইনের টো রিং পায়ে আনে এক অন্য সৌন্দর্য, যা খুবই আকর্ষণীয় দেখায়। সেইসঙ্গে আপনাকে দেবে ক্যাজুয়াল লুকও। অনেকেই এখন এই ধরনের টো রিং পরেন।
আধুনিক ডিজাইনের টো রিং পরে নিন, আপনার পছন্দ মতো। অল্প বয়সিদের মধ্যে এই ধরনের টো রিং এখন খুব ফ্যাশনেবল।
মাঝারি ধরনের টো রিং পরেও বেশ ভালো দেখায়। বিশেষ করে যাদের চেহারা একটু গোলগাল। রুপোর তৈরি টো রিং পরতে পারেন বা মেটালের। বেছে নিতে পারেন স্টোনযুক্ত টো রিংও।
বড় সাইজের টো রিং পরলে আপনি পাবেন এলিগেন্ট লুক। বিশেষ কোনও অনুষ্ঠান বা জমজমাট পার্টি, পরে নিন বড় টো রিং – স্টোন, মেটাল বা রুপোর ডিজাইনের।
বিড ডিজাইন, রুপোর তৈরি সাদামাটা ডিজাইন, রুপোর সঙ্গে স্টোনের কম্বিনেশন, হার্ট শেপের টো রিং সহ স্টাইলিশ লুকের জন্য বেছে নিতে পারেন এই ধরনের টো রিং।