Hindustan Times
Bangla

বাজেটে প্রায় ১ কোটি করদাতার স্বস্তি, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী

পুরনো প্রত্যক্ষ কর নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। এতে লাভবান হতে পারেন প্রায় ১ কোটি মানুষ।

২০২৪ সালের এই বাজেটে অর্থমন্ত্রী পাশে দাঁড়ালেন বহু করদাতার। বললেন, সৎ করদাতাদের জীবনযাত্রা যাতে আরও সহজ হয়, তাই এমন সিদ্ধান্ত।

পুরনো প্রত্যক্ষ কর নিয়ে কোন সিদ্ধান্ত নিলেন তিনি?

অর্থমন্ত্রী জানিয়েছেন, বেশ পুরনো প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহার করবে সরকার। ১৯৬২ থেকে ২০০৯-১০ অর্থবর্ষের সময়কালের মধ্যে ২৫ হাজার টাকা পর্যন্ত যে সব কর আদায়ের দাবি ছিল, তা প্রত্যাহার করা হবে। 

এছাড়া ২০১০-১১ অর্থবর্ষ থেকে ২০১৪-১৫ অর্থবর্ষের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কর আদায়ের দাবিও প্রত্যাহার করবে সরকার।

অর্থমন্ত্রীর কথায়, এই সব দাবির ফলে সৎ করদাতারা উদ্বিগ্ন। সরকার চায়, সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে আরও সহজ হয় এবং মানুষ যাতে আরও অনায়াসে ব্যবসা করতে পারে। 

তাই এই ধরনের বকেয়া প্রত্যক্ষ করের দাবি প্রত্যাহার করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে প্রায় ১ কোটি করদাতা উপকৃত হবেন বলে আশা তাঁর।

এর পাশাপাশি এবারের বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি অর্থমন্ত্রী। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না।