Hindustan Times
Bangla

বলিউড তারকা যাঁরা নিজেদের নাম পরিবর্তণ করে শুরু করেন অভিনয় জীবন

শিল্পা শেট্টির আসল নাম ছিল অশ্বিনী শেট্টি

কার্তিক তিওয়াড়ি থেকে নিজের নাম কার্তিক আরিয়ান রেখে নিজের কেরিয়ার শুরু করেন বলিউডের এই নামকরা অভিনেতা

জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের প্রকৃত নাম কী জানেন? জয় হেমন্ত শ্রফ

রণবীর সিংহের পুরো নাম রণবীর সিংহ ভবনানী। নিজের নাম থেকে 'ভবনানী' বাদ দিয়ে বাকি অংশকে বলিউডে ব্যবহার করার জন্য বেছে নেন

রাজকুমার যাদব থেকে নিজের নাম রাজকুমার রাও রেখে পর্দা কাঁপাতেন আসেন এই অভিনেতা

আলিয়া ভাটের মতো তাঁর নাম কিয়ারা আলিয়া আডবানি। নামের অসদৃশ রাখতেই নিজের নাম কিয়ারা আডবানি হিসাবে পরিচয় দেন

বলিউডের এভারগ্রীন সুপারস্টার অক্ষয় কুমরের প্রকৃত নাম রাজীব হরি ওম ভাটিয়া। অবাক হলেন?