By
Published 9 Nov, 2024
Hindustan Times
Bangla
সুযোগ পেলেই ইতিউতি বেড়াতে বেরিয়ে পড়া অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ের নেশা।
কিছুদিন আগেই স্নেহা ঘুরে এসেছেন সান্দাকফু-তে, তারই কিছু মুহূর্ত পোস্ট করেছেন অভিনেত্রী।
স্নেহার গন্তব্য ছিল সান্দাকফু সংলগ্ন ছোট্ট গ্রাম মেঘমা
মেঘমা দার্জিলিং মহকুমার সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের অভ্যন্তরে একটি ছোট্ট গ্রাম, ভারত-নেপাল সীমান্তের খুব কাছে।
পাহাড়ি এই গ্রামে বেড়াতে গিয়ে স্ট্রবেরি চাষে মন ভরেছে স্নেহার।
গাছ ভরে রয়েছে স্ট্রবেরি-তে, সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।
গাছ থেকে ঝরে পড়া চিনার পাতা লেন্সবন্দি হয়েছে স্নেহার ক্য়ামেরায়।
মেঘমা সংলগ্ন আরও একটি পাহাড়ি গ্রাম চিত্রে, সেখানেও গিয়েছিলেন স্নেহা।
স্নেহার এই পোস্টেই স্পষ্ট, তিনি একা যাননি, সঙ্গে গিয়েছিলেন তাঁর স্বামী ও ছেলে।
পাহাড়ের নিরিবিলিতে একান্ত যাপনের নানান মুহূর্ত উঠে এসেছে স্নেহার পোস্টে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুক…