By Priyanka Mukherjee
Published 19 Nov, 2024
Hindustan Times
Bangla
বালিতে ছুটির মুডে অদ্রিজা, এই বিলাসবহুল হোটেলে এক রাতের খরচ কত?
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অদ্রিজা এখন হিন্দি সিরিয়ালের নামী নায়িকা
কুণ্ডলী ভাগ্য খ্যাত নায়িকা এই মুহূর্তে ইন্দোনেশিয়াতে সময় কাটাচ্ছেন, সেখান থেকে অদ্রিজার হট ছবিতে ঘায়েল নেটপাড়া
কখনও পাহাড়ি ঝর্ণায় গা ভেজাচ্ছেন, কখনও হোটেলের জাকুজিতে চুবে কাটছে সময়
এই মুহূর্তে বালির অয়োনা ভিলা সেমিনকে রয়েছেন অদ্রিজা, জানেন এখানে থাকার খরচ কেমন?
অদ্রিজার যে বিলাসবহুল প্রপার্টিতে রয়েছেন সেখানে এই মুহূর্তে এক রাতের ভাড়া ১০-১২ হাজার টাকা
তবে মরসুম বদলে দামে হেরফের হয়। ডিসেম্বরেই এই দাম বেড়ে প্রায় ২৪ হাজারে পৌঁছে যাবে
কখনও বিকিনি, আবার কখনও মনোকিনিতে রূপে-লাস্য়ে ঝড় তুলছেন এই বঙ্গ সুন্দরী
সব মিলিয়ে অদ্রিজার বালি ট্রিপ জমজমাট
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন