Hindustan Times
Bangla

আর বিজেপি-মুখো হতে চাইছে না প্রাক্তন শরিক AIADMK! স্পষ্ট করলেন পালানিস্বামী 

কয়েকমাস আগেই তামিলনাড়ুতে বিজেপির হাত ছেড়ে দিয়েছে এআইএডিএমকে। এরপর তামিলভূমের এই তাবড় দল জানিয়ে দিল তারা আর বিজেপির সঙ্গে হাত মেলাতে চায় না।

এআইএডিএমকের সাধারণ সম্পাদক পালানিস্বামী জানিয়েছেন, তামিলনাড়ুতে ২০২৬ সালের বিধানসভা ভোটই হোক বা ২০২৪ লোকসভা ভোট, কোনওটাতেই বিজেপির শরিক হতে তাঁরা চান না।

পালানিস্বামী বলেন, তাঁর দল চিরকালই সংখ্যালঘুদের কথা বলেছে, তাঁদের পাশে দাঁড়িয়েছে। দল কঠিন হাতে সংখ্যালঘু বিরোধিতা দমন করেছে। সেই জায়গা থেকে বিজেপির সঙ্গে এআইএডিএমকের মত মেলেনা বলে জানান তিনি।

উল্লেখ্য, তামিলনাড়ুতে এআইএডিএমকে বিজেপর হাত ছাড়ার পর থেকেই একের পর এক খ্রিস্টান ও মুসলিম নেতার সঙ্গে বৈঠক করে।

উল্লেখ্য, সদ্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অউ ইন্ডিয়া বা এসডিপিআইয়ের একটি সভা থেকে পালানিস্বামী দলের অবস্থান স্পষ্ট করেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই নভেম্বর মাসে এআইএডিএমকে  ক্রিস্টান সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে সম্প্রদায়ের প্রতি দলের অবদান নিয়েও হয়েছে আলোচনা।

সব মিলিয়ে আপাতত দক্ষিণে বিজেপির এই প্রাক্তন সঙ্গী কোনও মতেই আর সেরাজ্যে গেরুয়া শিবিরার হাত ধরতে রাজি নয়।