By Sritama Mitra
Published 19 Apr, 2024
Hindustan Times
Bangla
Akshay Tritiya date time: অক্ষয় তৃতীয়া কবে পড়ছে? রইল তারিখ, তিথি
অক্ষয় তৃতীয়ার শুভ যোগে অনেকেই সোনার মতো মূল্যবান সম্পত্তি কিনে রাখেন। বিশ্বাস করা হয়, এই শুভ তিথিতে যা কিছু কেনা হয়, তার ক্ষয় হয় না।
চলতি বছরে ১০ মে পড়ছে অক্ষয় তৃতীয়া। বৈশাখের শুক্লা তৃতীয় তিথিতে শুক্রবার এই শুভ দিন রয়েছে।
অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হবে ১০ মে ভোর ৪.১৭ মিনিট থেকে। আর তিথি থাকবে বহুক্ষণ।
অক্ষয় তৃতীয়ার তিথি শেষ হবে শনিবার ভোর রাত ২.৫০ মিনিটে, যা খাতায় কলমে ১১ মে। ফলে অক্ষয় তৃতীয়া পড়বে ১০ মে।
অক্ষয় তৃতীয়ায় রয়েছে এক বিরল যোগ। সেই দিনই পড়ছে লক্ষ্মীপুজো। উত্তর ভারতের বহু জায়গাতেই শুক্রবারকে লক্ষ্মীবার মনে করা হয়।
এবারের অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মীর পুজো অত্যন্ত শুভ ফল দিতে চলেছে বলে মনে করা হচ্ছে।
শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে ১০ মে বোর ৫.৩৩ মিনিট থেকে বেলা ১২.১৮ মিনিট পর্যন্ত।