চুলে ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা জেল! যত্ন রাখতে কীভাবে লাগাবেন
অ্যালোভেরা যে ত্বক ও চুলের ক্ষেত্রে সহায়ক তা বলা বাহুল্য। চুলকে সুন্দর করতে তুলতে অ্যালোভেরা জেল খুব উপকারি। অ্যালোভেরা ব্যবহার করে ঘন এবং লম্বা চুল পাওয়া সম্ভব।
চুলকে সুন্দর রাখতে অ্যালোভেরার জেল প্রয়োগ করবেন কীভাবে? দেখে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা-
অ্যালোভেরার পাতা গাছ থেকে কেটে এনে ছুরি দিয়ে কাঁটাযুক্ত অংশগুলি সরিয়ে ফেলুন। এরপর একটি পাত্রে জেল বের করে রাখুন।
অ্যালোভেরা জেল সরাসরি চুলের স্ক্যাল্পে লাগাতে পারেন। হাত বা ব্রাশের সাহায্যে লাগান। জেল হেয়ার মাস্কের মতো সারা চুলে লাগান।
অ্যালোভেরা জেল লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। কিছুক্ষণ পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তেল দিয়ে চুল মেসেজ করুন।
আপনার চুল তৈলাক্ত হলে অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। সপ্তাহে দু'বার চুলে জেল লাগাতে পারেন।