By Sritama Mitra
Published 24 Aug, 2023
Hindustan Times
Bangla
বাড়িতে বাসন মাজার সাবান শেষ? এই জিনিসগুলি দিয়ে মাজলেই চমকাবে হাঁড়ি-কড়া
রান্নাঘরে ঢুকেই মনে পড়ে গেল যে, বাসন মাজার সাবান শেষ! এদিকে, পড়ে রয়েছে একগাদা এঁটো বাসন। এই অবস্থায় মুশকিল আসান করার উপায় দেখে নিন।
বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই বাড়িতে বাসন মাজার ঝক্কির সমাধান করা যায়। কোন কোন জিনিসে বাসন মাজা যাবে দেখে নিন।
বেকিং সোডা- গরম জলে বেকিং সোডা মিশিয়ে বাসন ভিজিয়ে রাখুন। পরে তা স্ক্রাবারে লাগিয়ে ঘষে নিন বাসনে। চমক দেবে হাঁড়ি-কড়া।
ছাই- পরিষ্কার জায়গা থেকে সামান্য একটু ছাই নিয়ে নিন। আর তা দিয়েই বাসন ঘষে পরিষ্কার করুন। পরে জল দিয়ে ধুয়ে নিলেই, দেখবেন বাসন কতটা ঝকঝকে!
চাল ধোয়া জল- ভাত রান্নার আগে, যে জলে চাল ভিজিয়ে রাখেন, সেই জলেই বাসন ধুতে পারেন। তবে তেল চপচপে বাসন এই জলে আধঘণ্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এতেও পরিষ্কার হয় বাসন।
লেবুর রস- পাতিলেবু চিপে রস রার করে নিন। এর মধ্যে মেশান তিন চামচ বেকিং সোডা। তেলে চপচপে বাসনে তা লাগিয়ে নিন আধঘণ্টা। পরে ধুয়ে নিন।
এমনই কিছু সহজ পদ্ধতিতে বাসন মাজার সাবান ছাড়াও বাড়িতে বাসন পরিষ্কার করা যেতে পারে!