Hindustan Times
Bangla

বিয়ের আগে এই শর্ত রেখেছিলেন অমিতাভ, জয়া কী বলেছিলেন জানেন

বলিউডের অন্যতম রিল এবং রিয়েল লাইফের হিট জুটি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। এ বছর তাঁদের বিয়ের বয়স ৫০ পূর্ণ করেছে।

কেবল অফস্ক্রিন নয়, বিগ বি আর জয়ার অনস্ক্রিন কেমিস্ট্রিও সবার ভীষণ পছন্দের।  তাঁরা একসঙ্গে বহু ছবি করেছেন। 

১৯৭১ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'গুড্ডি' ছবিতে কাজ করতে গিয়ে তাঁরা একে অন্যের প্রেমে পড়েন। তারপরের বছরই তাঁরা আবার একসঙ্গে 'এক নজর' ছবিটি করেন।

পুনে ফিল্ম ইনস্টিটিউটে অমিতাভকে প্রথমবার দেখে মন দিয়ে ফেলেছিলেন জয়া। ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথমবার জয়াকে দেখেছিলেন অমিতাভ।

'জাঞ্জির' ছবির সাফল্য উদযাপন করতে জয়াকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন অমিতাভ। তবে বিগ বি-র বাবা এখানে বাধ সাধেন।

বিগ বি-র বাবা হরিবংশ বচ্চন শর্ত রেখেছিলেন, বিয়ে করে তারপর বিদেশ যেতে পারবেন তাঁরা। বিয়ের যখন প্রস্তুতি তুঙ্গে, তখন জয়ার সামনে একটি শর্ত রেখেছিলেন অমিতাভ।

অমিতাভ বিয়ের পর জয়ার ছবিতে বেশি কাজ করার পক্ষে ছিলেন না। জয়া বলেন, 'উনি আমাকে বলেন, আমি এমন স্ত্রী চাই না যে ৯-৫ শিফটে কাজ করে। কাজ করা উচিত, তবে তা প্রতিদিন হওয়া উচিত নয়'। 

অমিতাভের শর্ত মেনে নেন জয়া। ছোট প্রোজেক্টে কাজ বন্ধ করে দেন। এরপর ভালো পরিচালকদের সঙ্গে কাজ শুরু করেন অভিনেত্রী।

খুবই সাধারণ ও আড়ম্বরহীন ছিল জয়া-অমিতাভের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর বিগ বি পুরোপুরি কাজে ব্যস্ত হয়ে পড়েন, অন্যদিকে জয়া পরিবারের বেশি মনোযোগ দেন। 

এ বিষয় অমিতাভ বলেছিলেন, তিনি কিন্তু জয়াকে কখনও থামাননি, এটি তাঁরই সিদ্ধান্ত ছিল। দম্পতির দুই সন্তান শ্বেতা এবং অভিষেক।