একাধিক সময় নানান স্বাস্থ্য জনিত সমস্যায় ভুগেছেন অভিনেতা অমিতাভ বচ্চন, সেই থেকে সুস্থ হয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছেন
১৯৮২ সালের 'কুলি' ছবির এক দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তলপেটে চোট পান বিগ বি, সেই সময় একাধিক অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার
'কুলি' ছবির শ্যুটিংয়ে চোট পাওয়ার পর অস্ত্রোপচারের সময় রক্তদাতার একজন হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন, সেই রোগে আক্রান্ত হন তিনিও। অভিনেতার যকৃতে ৭৫ শতাংশ প্রভাব পড়েছিল
১৯৮৪ সালে মায়াস্থেনিয়া গ্রাভিস নামে স্নায়ু ও পেশিতন্ত্রের এক অসুখ ধরা পড়ে অভিনেতার। অমিতাভ জানান, ৪২ বছর বয়সে এই রোগ ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে যেন পুনর্জন্ম হয় তাঁর
২০০০ সালে KBC-র শ্যুটিং চলাকালীন হঠাত্ই যক্ষ্মা রোগ ধরা পড়ে অমিতাভের, মারণ রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন অভিনেতা
২০০৫ সালে অন্ত্রের জটিলতায় ভুগেছিলেন অমিতাভ, সেই সময় অস্ত্রোপচার হয়েছিল অভিনেতার
২০২২ সালের ছেলে অভিষেক বচ্চনের পাশাপাশি বিগ বি-ও করোনা ভাইরাসে আকান্ত হয়েছিলেন, দুজনেই হাসপাতালে ভর্তি ছিলেন
প্রজেক্ট কে-এর শ্যুটিং চলাকালীন আহত বছর ৮০-র বিগ বি, জানা গিয়েছে, দুর্ঘটনার কারণে তাঁর পাঁজরের কার্টিলেজে চোট এসেছে অভিনেতার
অভিনেতা ভ্লগে তাঁর স্বাস্থ্যের আপডেট দেওয়ার পাশাপাশি ভক্তদের মধ্যে সচেতন থাকার কথাও ভাগ করে নেন