By Abhisake Koley
Published 12 Mar, 2025
Hindustan Times
Bangla
IPL 2025: দ্রে রাস থেকে রাহানে, কোন কোন KKR তারকা পৌঁছে গেলেন শহরে?
মেন্টর ডোয়েন ব্র্যাভো-সহ বেশিরভাগ নাইট তারকা ইতিমধ্যেই পা দিয়েছেন কলকাতায়।
রমনদীপ সিং পৌঁছে গিয়েছেন নাইট শিবিরে। তাঁকে কেকেআর ৪ কোটি টাকায় রিটেন করে।
কুইন্টন ডি'কককে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নেয় কলকাতা। তিনি যোগ দিয়েছেন শিবিরে।
এনরিখ নরকিয়া ঢুকে পড়েছেন নাইটদের হোটেলে। তাঁকে ৬ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় কেকেআর।
রাহানেকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে ক্যাপ্টেন করে কেকেআর। শহরে পৌঁছে গিয়েছেন তিনি।
মণীশ পান্ডেকে ৭৫ লক্ষ টাকায় ফের দলে নেয় কলকাতা। তিনিও চলে এসেছেন শহরে।
লুবনিথ সিসোদিয়া ৩০ লক্ষ টাকায় যোগ দেন নাইট শিবিরে। কলকাতায় পৌঁছে গিয়েছেন তিনি।
অনুকূল রায়কে ৪০ লক্ষ টাকায় দলে ফেরায় নাইট রাইডার্স। তিনি ঢুকে পড়েছেন কেকেআরের অন্দরমহলে।
মায়াঙ্ক মার্কান্ডেকে ৩০ লক্ষ টাকায় দলে নেয় কেকেআর। তিনিও রয়েছেন কলকাতায়।
বৈভব আরোরাকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় দলে ফেরায় কলকাতা। তিনি পৌঁছে গিয়েছেন শহরে।
রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকায় রিটেন করে কেকেআর। রিঙ্কু চলে এসেছেন শহরে।
অংকৃষ রঘুবংশীকে ৩ কোটি টাকায় স্কোয়াডে ফেরায় কেকেআর। তিনিও পৌঁছে গিয়েছেন কলকাতায়।
বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে ফিরিয়ে ভাইস ক্যাপ্টেন করে কেকেআর। তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে।
আন্দ্রে রাসেলকে ১২ কোটি টাকায় রিটেন করে কেকেআর। তিনি পা দিয়েছেন কলকাতায়।
সুনীল নারিনকেও ১২ কোটি টাকায় রিটেন করে কেকেআর। রাসেলের সঙ্গে কলকাতায় পৌঁছেছেন নারিনও।
মইন আলিকে ২ কোটি টাকায় দলে নেয় কেকেআর। তিনি যোগ দিয়েছেন শিবিরে।
রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় দলে নেয় নাইট রাইডার্স। তিনি পৌঁছে গিয়েছেন টিম হোটেলে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88