By
Published 3 Feb, 2024
Hindustan Times
Bangla ছেলের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা, সঙ্গ দিতে হাজির বাবা অঙ্গদ বেদী, মা নেহা ধুপিয়া।
দাদু বিষেণ সিং বেদীর ‘যোগ্য নাতি’ গুরিক, ছেলের স্বর্ণপদক জয় বাবাকে উৎসর্গ অঙ্গদের।
ছেলেকে উৎসাহ দিতে গুরিক সিং বেদীর স্কুলে চিয়ার লিডার হয়ে উঠেছিলেন অঙ্গদ ও নেহা।
ছেলের জয়ের পর আবেগতাড়িত হয়ে পড়েন অঙ্গদ। বলেন, ওর শরীরে খেলাধুলোর রক্ত রয়েছে।
আবেগতাড়িত অঙ্গদ বলেন, ‘বাবা এটাই চেয়েছিলেন। এটা ওঁকে এবং ওঁর উত্তরাধিকারকে সম্মান জানানোর একটা উপায়।’
এদিন ছেলে গুরিকের এই জয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন অভিনেত্রী নেহা ধুপিয়াও।
২০২৩-এর ২৭ অক্টোবর ৭৭ বছর বয়সে মারা যান জাতীয় দলের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদী, যিনি হলেন অভিনেতা অঙ্গদ বেদীর বাবা।
ছেলের স্কুল স্পোর্টসে গিয়ে অন্যান্য অভিভাবকদের সঙ্গে দড়ি টানাটানি খেলায় অংশ নেন নেহা ধুপিয়া।
নেহা-অঙ্গদ পুত্র ছোট্ট গুরিক তখন নিজের লক্ষ্যে এগোচ্ছে, সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অঙ্গদ-নেহা।
আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন।