By Sayani Rana
Published 15 Mar, 2025
Hindustan Times
Bangla
সুচিত্রা সেনের লুকে নেটপাড়াকে মুগ্ধ করে ছিলেন আরাত্রিকা মাইতি। আর এবার সাজলেন দীপিকা পাডুকোনের মতো করে।
সেই গোলাপি পোশাক, সেই চুলের স্টাইল, সবটা মিলিয়ে ঠিক যেন 'ওম শান্তি ওম'-এর 'শান্তিপ্রিয়া'।
জি বাংলার সোনার সংসার অনুষ্ঠানের এই বেশে সেজে উঠেছিলেন নায়িকা।
ছবিগুলি শেয়ার করে তিনি 'ওম শান্তি ওম'-এর গানের লাইন ধার করে লেখেন, স্বপ্ন মে যো রোজ কেহেতা হে ফিরসে কাহু ইয়া নেহি'।
তাঁর ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
একজন লেখেন, 'অনেক অনেক অনেক অনেক সুন্দর দিদিভাই তুমি।' আর একজন লেখেন, 'আমার তোমাকে খুব ভালো লাগে।'
তাছাড়াও সোনার সংসারে কালো-সাদা পোশাক পরেও আর একটি অন্যরকম লুকে শিল্পা রাওয়ের সঙ্গে মঞ্চ মাতিয়ে ছিলেন নায়িকা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন
caco88