মেষ থেকে মীন: রাশি অনুযায়ী ধারণ করুন রত্ন, কাটবে বাধা-বিঘ্ন, আসবে অর্থ-সাফল্য
জ্যোতিষ শাস্ত্রে রত্ন ধারণ করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জাতক/জাতিকাদের বিভিন্ন গ্রহকে শান্ত রাখার জন্য বিভিন্ন রত্ন ধারণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। দেখে নিন কোন রাশিতে কোন রত্ন ধারণ করা শুভ।
মেষ রাশি: এই রাশির গ্রহাধিপতি মঙ্গল। মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত রত্ন হল প্রবাল। রক্তপ্রবাল ধারণ করলে শুভ ফল পাওয়া সম্ভব। ডান হাতের কড়ে আঙুল বা তর্জনীতে রক্তপ্রবাল ধারণ করুন।
বৃষ রাশি: এই রাশির গ্রহাধিপতি হল শুক্র। বৃষের জাতকরা হিরে ধারণ করলে সুফল পাবেন। ডানহাতের মধ্যমায় হিরে পরুন।
মিথুন রাশি: এই রাশির গ্রহাধিপতি হল বুধ। আর বুধের সঙ্গে সম্পর্কযুক্ত রাশি হল পান্না। ডানহাতের অনামিকায় পান্না ধারণ করলে ভালো ফল লাভ সম্ভবষ
স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন। চাকরিতে উন্নতির পথ সুগম হবে। আয় বাড়বে। ব্যবসায় বৃদ্ধি হবে।লাভের সুযোগ থাকবে।
কর্কট রাশি: এই রাশির গ্রহাধিপতি চন্দ্র। আর চন্দ্রর সঙ্গে সম্পর্কযুক্ত রাশি মুক্তোর। ডানহাতের অনামিকা বা কনিষ্ঠায় মুক্তো ধারণ করুন।
সিংহ রাশি: এই রাশির গ্রহাধিপতি হল সূর্য। সিংহের জাতকরা চুনি ধারণ করুন। ডানহাতের কনিষ্ঠায় চুনি পরলে শুভলাভ সম্ভব।
কন্যা রাশি: কন্যা রাশির গ্রহাধিপতি বুধ। আর বুধের সঙ্গে সম্পর্ক রয়েছে সবুজ পান্নার।
তুলা রাশি: তুলা রাশির গ্রহাধিপতি হল শুক্র। শুক্রের সঙ্গে সম্পর্ক রয়েছে হিরের।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির গ্রহাধিপতি মঙ্গল। লাল গ্রহ মঙ্গলের জন্য ধারণ করতে হবে প্রবাল।
ধনু রাশি: ধনু রাশির গ্রহাধিপতি বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে হলুদ রঙের সম্পর্ক রয়েছে। ধারণ করুন হলুদ টোপাজ।
মকর রাশি: মকরদের গ্রহাধিপতি শনি। শনির সঙ্গে সম্পর্কিত রং কালো। ধারণ করতে হবে নীল স্যাফায়ার।
কুম্ভ রাশি: এদের গ্রহাধিপতি হল শনি। নীল রঙের স্যাফায়ার ধারণ করলে কেটে যাবে সব বিপদ।
মীন রাশি: এদের গ্রহাধিপতি হল রাহু ও বৃহস্পতি। এই রাশির জাতকরা হলুদ টোপাজ ধারণ করতে পারেন। ধারণ করতে পারেন মুক্তোও।