মেষ থেকে মীন: এই ৬ রাশি গোমড়ামুখো, সহজে হাসি ফোঁটে না ঠোঁটে
কোনও মানুষের ব্যক্তিত্বে তার রাশি গভীরভাবে প্রভাব ফেলে। জ্যোতিষ মতে ধরা হয়, এই ৬ রাশির মধ্যে হাস্যরস থাকে না বললেই চলে। এদের আপনি বেশ গুরুগম্ভীরই দেখবেন বেশিরভাগ সময়তে।
মকর রাশি: মকররা দায়িত্বশীল এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ। নিজেদের লক্ষ্যের উপর এরা এতটাই বেশি ফোকাস থাকেন যে আশেপাশের হাস্যরস এদের সেভাবে ছুঁতে পারে না।
কন্যা রাশি: এরা সব ধরনের বিষয়কেই দেখে বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে। হাসির কথার পিছনে যদি দেখেন কোনও কন্যা রাশির জাতক বা জাতিকা যুক্তি খুঁজছে তাহলে অবাক হবেন না।
বৃশ্চিক রাশি: এরা বেশিরভাগ সময়তেই গভীর চিন্তায় ডুবে থাকে। একটু অন্যমনষ্ক। তাই চারপাশে চলতে থাকা হাসি-মজায় চেয়েও ভাগ নিতে পারে না আর সবার মতো।
কর্কট রাশি: এরা খুব সংবেদনশীল। তাই কোনও ব্যক্তিকে নিয়ে ঠাট্টা-তামাশা চললে তাতে যোগ দেয় না সহজে। তবে নিজেকে নিয়ে হাসিঠাট্টাও কিন্তু এরা একেবারেই পছন্দ করে না।
বৃষ রাশি: এরা স্বাধীনচেতা। এদের হাস্যরসের ভঙ্গি আবার সবার থেকে আলাদা। অনেকেই যা বোঝে না। বৃষদের স্বতন্ত্রতাই যার অন্যতম বড় কারণ।
কুম্ভ রাশি: খুব মিশুকে হয় না কুম্ভরা। বন্ধুত্ব পাতাতেও অনেক সময় লেগে যায়। তাই অজানা-অচেনা মানুষের সঙ্গে আড্ডায় নিজের খোলস ছেড়ে বের হতে পারে না সহজে। যদিও একবার মিশে গেলে এদের সঙ্গ দুর্দান্ত।