Hindustan Times
Bangla

মেষ থেকে মীন: শুভ কাজে এই রং পরবেন না, আপনার জন্য অশুভ হতে পারে

মেষ রাশি: ব্রাউন স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে যুক্ত। যা মেষ রাশির গতিশীল ও আবেগপ্রবণ প্রকৃতির সঙ্গে খাপ খায় না। 

বৃষ রাশি: এরা নিরাপত্তা ও আরাম চায়। এদিকে হলুদ পরিবর্তন ও অনির্দিষ্টতার সঙ্গে যুক্ত। 

মিথুন রাশি: সাদাকে বিশুদ্ধতা ও সারল্যর রং হিসেবে ধরা হয়। যা মিথুনদের জন্য গ্রহণযোগ্য না-ও হতে পারে। 

কর্কট রাশি: সবুজকে এমন রং হিসেবে বিবেচনা করা হয় যা হিংসের প্রতিনিধিত্ব করে। তবে এই আবেগ কর্কটরা এড়িয়েই চলতে পছন্দ করেন। 

সিংহ রাশি: এই রাশির লোকেরা তাঁদের উদ্যমী ও বহির্মুখী ব্যক্তিত্বের জন্য পরিচিত। আর নীল তাঁদের সেই আকাঙ্খা পূরণ নাও করতে পারে। 

কন্যা রাশি: লাল রং মনোযোগ আকর্ষণ করে বেশি। যদিও এই রাশির লোকেরা নিজের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করে। 

তুলা রাশি: এই রাশি ভারসাম্য ও সম্প্রীতির প্রতীক। এদিকে কালো রং অন্ধকার ও নেতিবাচকতার সঙ্গে যুক্ত। 

বৃশ্চিক রাশি: বৃশ্চিকরা আবেগপ্রবণ ব্যক্তি। আর গোলাপি রং নরম ও সূক্ষ্মতার প্রতীক। যা পরস্পরের সঙ্গে সেভাবে খাপ খায় না। 

ধনু রাশি: এই রাশি  দুঃসাহসিকতার প্রতীক। ধুসর রং শান্ত স্নিগ্ধতার কথা বলে। তাই ধনুদের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে খাপ খায় না। 

মকর রাশি: মকররা উচ্চাকাঙ্খী। বেগুনি রহস্য ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত। তাই এই দুইয়ের মিল নাও হতে পারে। 

কুম্ভ রাশি: কুম্ভদের চারিত্রিক বৈশিষ্টের সঙ্গে খাপ খায় না কমলা। কারণ কুম্ভরা উদ্বাবনী ক্ষমতার  অধিকারী। কমলা অনেক স্থিতিশীল।

মীন রাশি: মীন রাশিরা বিনয়ী ও সহানুভূতিশীল। এদিকে সোনালি রং চটকদার। ফলে মেল খাওয়া মুশকিলের।