Hindustan Times
Bangla

২৫ মার্চ, ২০১২ এই দিনেই অর্জুন-অংশুলাকে ছেড়ে চিরকালের জন্য বিদায় নিয়েছিলেন মা মোনা শৌরি কাপুর।

মা মোনা শৌরির যখন মৃত্যু হয়, তখন অর্জুন ও অংশুলার বয়স ছিল অনেকটাই কম। 

মাকে ছাড়া অর্জুন-অংশুলা কাটিয়ে ফেলেছেন ১৩ বছর। 

মায়ের মৃত্যুদিনে স্মৃতির অ্যালবাম থেকে অর্জুন কাপুর শেয়ার করেছেন একগুচ্ছ ছবি।

'প্রতিটা দিন মিস করি, আজও একইরকম ভালোবাসি', মাকে মনে করে লিখেছেন আবেগঘন অর্জুন কাপুর।

মায়ের মৃত্যুদিনে তাঁর প্রিয় কড়াই চাওয়াল রেঁধে মাকে স্মরণ করে তাঁর সঙ্গে পুরনোদিনের মতোই ভাগাভাগি করে খেয়েছেন অংশুলা কাপুর।

অর্জুনের বোন অংশুলা লিখেছেন, ‘এই দিনটা প্রতিবার এসে তাঁর মনে গভীরভাবে আঘাত করে।’

আরও ওয়েব স্টোরির জন্য ক্লিক করুন…।

caco88