Hindustan Times
Bangla

সম্বন্ধ করে বিয়ের কথা চলছে? এই সাতটি প্রশ্ন করতে ভুলবেন না

অ্যারেঞ্জ ম্যারেজে অপর জনকে বোঝা খুব জরুরি। অনেক সময় মেয়ে দেখতে গিয়ে কী নিয়ে কথা বলবেন, বুঝে উঠতে পারেন না অনেকেই।

অ্যারেঞ্জ ম্যারেজ করবেন বলে যদি মেয়ে দেখতে যান, কোনও মেয়ের সঙ্গে একটি বা দুটি মিটিংয়ের পর তাঁকে জানতে বুঝতে চান, তবে আপনি বেশ কিছু প্রশ্ন করতে পারেন।

প্রথম প্রশ্ন করুন, তিনি কেমন ধরনের সঙ্গী চান? এর থেকে বুঝতে পারবেন তাঁর মনের কথা।

দ্বিতীয়- সে বিয়ের জন্য প্রস্তুত নাকি? মেয়েটিকে এই প্রশ্ন করতেই হবে। মেয়েটি বাবা-মায়ের চাপে বিয়ে করছে এমনটা যেন না হয়।

তৃতীয়- মেয়েটিকে তাঁর পছন্দ-অপছন্দ নিয়ে জিজ্ঞেস করুন। 

চতুর্থ- সে পরিবারের সঙ্গে থাকতে চায়, নাকি আলাদা থাকতে চায়? এই প্রশ্নটি অনেকেই প্রথমে জিজ্ঞেস করে না, পরে এসব নিয়ে অশান্তি হয়।

পঞ্চম- মেয়েটিকে তাঁর কেরিয়ার বা চাকরি সম্পর্কে জিজ্ঞেস করুন। সে বিয়ের পর চাকরি করতে চায় নাকি? কেরিয়ার নিয়ে কী পরিকল্পনা?

যষ্ঠ- মেয়েটির তাঁর ব্যাপারে জিজ্ঞেস করুন। কোন বিষয় রাগ হয়, কোনটি অপছন্দ? এতে তাঁকে বুঝতে সুবিধা হবে।

সপ্তম- ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে মেয়েটিকে জিজ্ঞেস করুন। এতে বোঝা যাবে ভবিষ্যতে কীভাবে সে তাঁর সঙ্গীর সঙ্গে থাকতে চায়।