Hindustan Times
Bangla

মাসের এই তারিখে জন্মানো শিশুরা নাকি পড়াশোনায় তুখোড়! জীবনে প্রচুর উন্নতি করে

সংখ্যাতত্ত্ব অনুযায়ী মানুষের মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। জন্ম তারিখ দেখে ঠিক হয় মূলাঙ্ক। যেমন কারও জন্ম ১৫ তারিখে হলে মূলাঙ্ক ১+৫=৬। 

নিউমেরোলজি থেকে জানা যায় আমাদের মূলাঙ্ক বা Radix Number সম্পর্কে। এই মূলাঙ্ক একজন মানুষকে নানা ভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে থাকে। কারও চারিত্রিক বৈশিষ্ট্য ও ভবিষ্যত্‍ সম্পর্কে জানতে জন্মরাশির মতোই মূলাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। 

যারা মাসের ১ তারিখ জন্মগ্রহণ করেন তাঁরা তীক্ষ্ন বুদ্ধিসম্পন্ন মানুষ হন। প্রতিটি কাজে দ্রুত হন তাঁরা। কোনও অসাধ্য কাজ ভালোভাবে করতে পারেন।

কোনও মাসের ৩, ১২, ২১ বা ৩০ তারিখে জন্ম হলে সেই শিশু ৩ মূলাঙ্কের জাতক। নিউমেরোলজি গণনা অনুসারে ৩ মূলাঙ্কের জাতকরা ছোটবেলা থেকেই অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকে। 

পড়াশোনাতেও এরা খুব ভালো ফল করে থাকে। অত্যন্ত মেধাবী ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় ৩ মূলাঙ্কের জাতকরা। তার পাশাপাশি এরা সৃজনশীল ও উচ্চাকাঘঙ্খী। 

সংখ্যাজ্যোতিষ বলছে যে ছোটবেলা থেকেই ভাগ্য সঙ্গে থাকে ৩ মূলাঙ্ক ব্যক্তিদের। তারা অত্যন্ত সাহসী ও কঠোর পরিশ্রমী হন। মানসিক ভাবে শক্তিশালী, প্রখর ইচ্ছাশক্তির অধিকারী হয় এরা।

৩ মূলাঙ্কের জাতকরা একবার যা করবে বলে ঠিক করে, তা যে কোনও উপায় করেই ছাড়ে। কোনও চ্যালেঞ্জ নিতে এরা ভয় পায় না। এরা কখনও পরাজয় স্বীকার করে না। 

যে ব্যক্তির জন্ম মাসের ৫, ১৪ বা ২৩ তারিখে তার মূলাঙ্কল হল ৫। নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে ৫ মূলাঙ্কের জাতকরা অত্যন্ত বুদ্ধিমান হন। ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ সব সময় এদের সঙ্গে থাকে। 

নিজেদের বুদ্ধির জোরে এরা জীবনে প্রচুর সাফল্য অর্জন করে থাকেন। ৫ মূলাঙ্কের জাতকরা সাধারণত বড় ব্যবসায়ী হয়ে থাকেন। বুদ্ধির পশাপাশি কঠের পরিশ্রম করতেও পিছপা হন না ৫ মূলাঙ্কের জাতকরা।

৫ মূলাঙ্কের জাতকদের ব্রেন দারুণ শার্প হয়। কারণ ৫ সংখ্যা গ্রহ অধিপতি হল বুধ। আর বুধ গ্রহ আমাদের বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে। সেই কারণে নিজেদের বুদ্ধির জোরে গোটা দুনিয়া জয় করার ক্ষমতা রাখেন এরা।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।