Hindustan Times
Bangla

আশা কর্মীদের সান্মানিক বৃদ্ধি ! মাসব্যাপী বিক্ষোভে ইতি বিহারে

বিহারে আশা কর্মীরা তাঁদের সান্মানিক বৃদ্ধি নিয়ে গত ১২ জুলাই থেকে বিক্ষোভে শামিল হন। শেষমেশ সেই বিক্ষোভ ওঠে উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের আশ্বাসে।

বিহারের উপমুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তেজস্বী যাদব আশ্বাস দিয়েছেন যে আশা কর্মীরা সেখানে এবার থেকে প্রতিমাসে ২,৫০০ টাকা সান্মানিক পাবেন।

আশা কর্মীদের সান্মানিকের অঙ্ক বৃদ্ধির ফলে বিহারে রাজ্যসরকারের উপর ১৮০ কোটি টাকার বোঝা পড়বে বলে তিনি জানিয়েছেন।

বিহারে একজন আশা কর্মী এবার থেকে উৎসাহভাতার বাইরে স্থায়ী ৪৫০০ টাকা প্রতি মাসে সান্মানিক পাবেন। 

বিহার সরকারের তরফে বলা হয়েছে, রাজ্য সরকার আশা কর্মীদের দাবি দাওয়া নিয়ে কথা বলবে কেন্দ্রের সঙ্গে। 

বিহার রাজ্য আসা কার্যকর্তা সংঘের তরফে শশী যাদব জানিয়েছেন, 'এই জয় আমাদের কাছে বড় জয়।' 

উল্লেখ্য, গত এক মাসব্যাপী এই আন্দোলনে বিহারের ১ লাখ আশাকর্মী অংশ নিয়েছেন। তাঁরা সকলেই এরফলে লাভবান হয়েছেন বলে দাবি শশী যাদবের।

উল্লেখ্য, স্বাস্থ্য ক্ষেত্রে অন্যতম মূল স্তম্ভ আশাকর্মীরা। তাঁরা ন্যাশনাল হেল্থ মিশনের আওতায় একাধিক কাজে ব্রতী।