Hindustan Times
Bangla

অশোক ষষ্ঠী ২০২৫র তিথি কতক্ষণ থাকছে?

বাসন্তী পুজোর আরাধনার আগে বাংলার বহু গৃহস্থেই ষষ্ঠীদেবীর আরাধনা রয়েছে। ২০২৫ সালের অশোকষষ্ঠীর তিথি সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

একটি মত বলছে, ২০২৫ অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে ২ এপ্রিল রাত ১১ টা ৫০ মিনিটে। আর ৩ এপ্রিল রাত ৯ টা ৪১ মিনিটে এই তিথি শেষ হবে।

আরেকটি মত বলছে, অশোক ষষ্ঠী ২০২৫র তিথি বুধবার ২ এপ্রিল ভোর ৫.১৫ মিনিটে শুরু, আর তিথি শেষ হবে বৃহস্পতিবার ৩ এপ্রিল রাত ৩ টে ১৮ মিনিটে।  

এই অশোক ষষ্ঠীর প্রসাদ খাওয়া ঘিরে বহু বিধ রীতি রয়েছে। বলা হয়, ষষ্ঠীপুজোর পর ৬ টা অশোক ফুলের কুঁড়ি, ৬ টা মুগ ,কলাই, দই ও কলার সঙ্গে মেখে গিলে খেতে হয়। 

এই পুজোর খাবার গিলে খাওয়ারই প্রচলন রয়েছে।

ক্লিক করুন

caco88