Hindustan Times
Bangla

Asian Athletics Championships 2023: ২৭টা পদক জিতে জাপান, চিনের পরেই তৃতীয় স্থানে শেষ করল ভারত

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২০ কিমি রেস ওয়াক ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার পরে বিকাশ সিং পদক পডিয়ামে।

গুলভীর সিং এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫০০০ মিটারে ব্রোঞ্জ পদক জিতেছেন।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ২০ কিমি রেস ওয়াক ইভেন্টে সিলভার পদক জেতার পরে পদক মঞ্চে প্রিয়াঙ্কা গোস্বামী।

ডিপি মনু এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে সিলভার পদক জিতেছেন।

জ্যোতি ইয়ারাজি তাঁর ব্যক্তিগত সেরা সময় ২৩.১৩ সেকেন্ডে ২০০ মিটার রেসে সিলভার পদক জিতেছেন।

পারুল চৌধুরী এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫০০০ মিটারে সিলভার পদক জিতেছেন এবং অঙ্কিতা ব্রোঞ্জ জিতেছেন।

এটি পারুলের এই চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পদক। কয়েকদিন আগে তিনি ৩০০০ মিটার সোনা জিতেছিলেন।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার ইভেন্টে সিলভার পদক জেতার পরে পদক মঞ্চে চন্দা

কৃষাণ কুমার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে সিলভার পদক জিতেছেন।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের শটপুটে ভারত জিতেছে সিলভার ও ব্রোঞ্জ পদক।