Hindustan Times
Bangla

বিয়ের আগে ভালো করে চিনে নিন ভবিষ্যৎ সঙ্গীকে, করুন এই ৭ প্রশ্ন

জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত বিয়ে করা। বিয়ে ঠিক হলে ছেলেমেয়ে উভয়ের মনে নানা প্রশ্ন থাকে।

আজকাল ছেলেমেয়েরা বিয়ের আগে একাধিকবার দেখা করে, কথা বলে। ভবিষ্যত সঙ্গীর জন্য নানা প্রশ্ন থাকে তাঁদের মনে।

অ্যারেঞ্জ ম্যারেজ করলে ভবিষ্যত সঙ্গীর সঙ্গে এই ৭ প্রশ্ন করতে পারেন। যেন পরবর্তীতে আফসোস করতে না হয়। 

ছেলে হোক বা মেয়ে উভয়েরই একে অপরের পছন্দ-অপছন্দ সম্পর্কে জিজ্ঞেস করা উচিত। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন জিনিসগুলি নিয়ে এগোনো যাবে কিনা। 

দ্বিতীয় প্রশ্ন, সঙ্গী নিরামিষাসী নাকি আমিষ খান তা আগে থেকে জানা থাকলে ভালো। 

তৃতীয়, ভবিষ্যতের অংশিদার থেকে সিকিউরিটি সম্পর্কে জিজ্ঞেস করতে ভুলবেন না। জীবন সঙ্গীর নিরাপত্তাহীনতা থাকতে পারে।

চতুর্থ, ভবিষ্যতের সঙ্গীতে তাঁর বাড়ির রীতিনীতি এবং সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করুন।ওদের বাড়ির রীতিনীতি আলাদা হলে সমস্যায় পড়তে পারেন। 

পঞ্চম, কর্মজীবী মহিলা হলে কেরিয়ার নিয়ে আলোচনা করুন। কারণ বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কেরিয়ার নিয়ে ঝামেলা বাঁধতে পারে। 

ষষ্ঠ, ভবিষ্যত সঙ্গীর সমস্ত ভালো এবং খারাপ অভ্যেস সম্পর্কে জিজ্ঞেস করুন। এর ফলে সামনের মানুষের স্বভাব সম্পর্কে জানতে পারবেন।

সপ্তম, বিয়ের আগে সঙ্গীতে তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করুন।