By Tulika Samadder
Published 29 Jun, 2023
Hindustan Times
Bangla
বৃহস্পতিবারে ভুলেও করবেন না এই ৫ কাজ, ফল মারাত্মক অশুভ
বৃহস্পতিবার
হিন্দু ধর্মে প্রতিটা দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণু ও বৃহস্পতি গ্রহের দিন বলে ধরা হয়।
কী করবেন না
ধর্মীয় শাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার বিশেষ কিছু কাজ করা উচিত না। এতে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে।
চুল ধোবেন না
বিশ্বাস করা হয়, মহিলারা বৃহস্পতিবারে মাথায় শ্যাম্পু করলে দুর্বল হয় বৃহস্পতি গ্রহ। যা স্বামী ও সন্তানের উন্নতিতে বাধা দেয়।
নখ কাঁটা
মহিলারা ভুলেও বৃহস্পতিবারে নখ কাটবেন না। এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন।
ঝুল ঝাড়া
ঘরের ঝুল ঝাড়ার কাজটা বৃহস্পতিবারে না করারই চেষ্টা করুন।
ঘরের আবর্জনা পরিষ্কার
বৃহস্পতিবারে পুরনো বোতল, প্লাস্টিক বা পুরনো আসবাব, ইলেকট্রনিক্স দ্রব্য ঘর থেকে না বের করাই ভালো। মনে করা হয়, দেবী লক্ষ্মীও বিদায় নেন এতে করে।
টাকা ধার দেওয়া
বৃহস্পতিবারে কাউকে টাকা ধার দেবেন না। কর্মচারীদের বেতন দেওয়া থেকেও বিরত থাকুন এই দিনে। কাওকে ধার মেটানোর থাকলেও এদিন টাকা না দেওয়াই ভালো।
মা লক্ষ্মীর অপমান
মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী। এমন অবস্থায় ভুলেও বৃহস্পতিবারে মা লক্ষ্মীর অপমান করবেন না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন