Hindustan Times
Bangla

২০২৪ নিয়ে বাবা ভাঙ্গার এই হারহিম করা ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে! কী সেগুলো?

ভবিষ্যদ্বক্তা হিসাবে বাবা ভাঙ্গার নাম কম-বেশি সকলেরই জানা। যদিও তিনি নিজে একজন মহিলা।

বুলগেরিয়ার ভাঙ্গেলিয়া পান্ডেবা গুসথেরোভায় জন্মগ্রহণ করেছিলেন বাবা ভাঙ্গা। ২৭ বছর আগে তিনি মারা যান। 

বুলগেরিয়ান মিস্টিক বলে পরিচিত বাবা ভাঙ্গা। অল্প বয়সে এক ঝড়ে দৃষ্টিশক্তি হারান।

২০২৪ সালে আলঝাইমার্স এবং ক্যানসার নিরাময়ের নতুন ওষুধ উদ্ভাবন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। 

আর এরপর দেখা যায় ১৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিবৃতি দিয়ে জানান, 'ক্যানসার ভ্যাকসিন তৈরির ব্যাপারে আমরা এক মাইলস্টোনে পৌঁছেছি'।

২০২৪-এ গোটা বিশ্ব চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হবে, এমনও বলেছিলেন বাবা ভাঙ্গা।

তাঁর এই ভবিষ্যদ্বাণীও একেবারে ভুল নয়। সম্প্রতি জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশের ধাপ থেকে নেমে চতুর্থ স্থানে চলে গিয়েছে। ব্রিটেনও কয়েক ধাপ নেমে গিয়েছে।

ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুসারে, সাইবার হামলার ঘটনা বৃদ্ধি পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। বাস্তবেও তাই হচ্ছে। বিশেষ করে AI মাথাচাড়া দেওয়ার পর থেকে।