By Sritama Mitra
Published 20 Mar, 2025
Hindustan Times
Bangla
প্রতিদিন চিবিয়ে খান এই মশলা, উপকারের শেষ থাকবে না।
পুত্র ও কন্যা সন্তানের 'C' দিয়ে শুরু ১০ নামের তালিকা
বাড়ির সদ্যোজাতর নাম রাখা নিয়ে পরিবারের সদস্যদের নানান মত থাকে। ফলে ট্রেন্ডি নাম খুঁজতে কালঘাম ছোটে!
অনেকেরই ইচ্ছা থাকে, সন্তানের নাম বিশেষ কোনও অক্ষর দিয়ে শুরু হবে।
যদি সন্তানের নামের শুরুতে ইংরেজি 'C' অক্ষর রাখতে চান, তাহলে দেখে নিন এই তালিকা।
চৈত্য- এই শব্দ দিয়ে কোনও পবিত্র স্থল বা প্রার্থনা গৃহ বোঝানো হয়।
চয়ন- বাঙালি বাড়িতে এই নাম বেশ চেনা। কিছু বাছাই বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
চাক্রিক- নিজের কাছে থাকা কোনও চক্রাকার বস্তুকে যে নিজের অস্ত্র হিসাবে বোঝে, এমন কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার হয়।
চারভি বা চার্বী- খুব আকর্ষণীয় কিছু বা সুন্দরী বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।
চয়ঙ্ক- চাঁদ সম্পর্কিত কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।
চৈতী-চৈত্র মাস সম্পর্কিত কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার হয়।
চরণ্যা- যে নিঃস্বার্থ ভালোবাসা আর যত্ন প্রদান করতে পারে, তেমন কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
চার্মি- খুব আকর্ষণীয় আর সুন্দর বোঝাতে এই শব্দ অনেক সময় ব্যবহার হয়। এটি অন্যতম ট্রেন্ডি নাম।
চতুর্বী- খুবই বুদ্ধিদীপ্ত আর জ্ঞানী কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার হয়।
চিদাক্ষা-চেতনার স্থান বা চেতনা সম্পর্কিত কিছু বোঝাতে এই শব্দ ব্যবহার হয়ে থাকে।
ক্লিক করুন
caco88