Hindustan Times
Bangla

৪৭তম কলকাতা বইমেলা শুরু হচ্ছে আজ থেকে।

এই বছর বইমেলায় থাকছে বাংলাদেশের ৪৩ প্রকাশনা সংস্থা।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স,স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, জার্মানির বই থাকবে মেলায়।

কলকাতা বইমেলায় গত বছর ৯৫০টি স্টল হয়েছিল, এবার স্টলসংখ্যা ১ হাজারের কাছকাছি।

গত বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হয়েছিল ঢাকার বঙ্গভবনের আদলে।

  আর এবার হচ্ছে ইউনেসকো স্বীকৃত ঢাকার রিক্সাশিল্প চিত্রকলাকে থিম করে।

এবারে বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ পালিত হবে ২০ জানুয়ারি।

সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।