Hindustan Times
Bangla

BAN vs AFG: দুই প্রতিবেশীর ধুন্ধুমার লড়াইয়ে ব্যাটে-বলে নজর কাড়েন এই ৮ তারকা

বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমে দুর্দান্ত শতরান করেন মেহেদি হাসান মিরাজ। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৯ বলে ১১২ রান করেন তিনি।

বাংলাদেশের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৫ বলে ১০৪ রান করেন নাজমুল হোসেন শান্ত।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন শাকিব আল হাসান।

আফগানিস্তানের হয়ে ওপেন করতে নেমে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৪ বলে ৭৫ রান করেন ইব্রাহিম জাদরান।

আফগানদের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ৬টি বাউন্ডারির সাহায্যে ৬০ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন হাশমতউল্লাহ শাহিদি।

রশিদ খান নয় নম্বরে ব্যাট করতে নেমে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

তাসকিন আহমেদ ৮.৩ ওভার বল করে ৪৪ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করেন।

শরিফুল ইসলাম ৯ ওভার বল করে ১টি মেডেন-সহ ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।