By Abhisake Koley
Published 4 Feb, 2025
Hindustan Times
Bangla
ব্যাট থেকে কিটব্যাগ, রঞ্জি ম্যাচের শেষে দিল্লির কোন ক্রিকেটারকে কী উপহার দেন কোহলি?
রঞ্জি ম্যাচের শেষে দিল্লির ক্রিকেটারদের মধ্যে নিজের খেলার সরঞ্জাম কার্যত বিলিয়ে দেন কোহলি।
তাঁকে বোল্ড করা রেলওয়েজের পেসার হিমাংশুকে সেই বলটিতে সই করে দেন কোহলি।
দিল্লির সনৎ সাঙ্গওয়ানকে নিজের একটি ব্যাট উপহার দেন কোহলি।
সনৎকে নিজের একটি কিটব্যাগও দিয়েছেন বিরাট, যার উপরে লেখা রয়েছে VK 18।
দিল্লির আয়ুষ বাদোনিকে নিজের ১টি ব্যাট উপহার দেন কোহলি।
সর্বাংশ বেদীকে একটি ব্যাট উপহার দেন বিরাট।
নভদীপ সাইনিকে নিজের একটি ব্যাট দেন কোহলি।
শিবম শর্মাকে একটি ব্যাট উপহার দেন বিরাট কোহলি।
দিল্লির বৈভবকে নিজের একটি কিটব্যাগ উপহার দেন বিরাট।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88