By
Published 25 Oct, 2024
Hindustan Times
Bangla
আসছে নতুন ইন্ডিপেন্ডেন্ট বাংলা ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’।
সামনে এল ছবির পোস্টার ও চরিত্রদের লুক, অ্যাকশন-কমেডিতে ভরপুর এই ছবি।
ছবিতে রুদ্রনীল ঘোষের লুক। তবে এই ছবিতে কাজ করতে ১ টাকাও পারিশ্রমিক নেননি কোনও শিল্পী।
বাংলা ছবি ও শিক্ষিত পরিচালকের পাশে দাঁড়াতেই পারিশ্রমিক নেননি বলে জানান রুদ্রনীল।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, এটাই তাঁর ছবির লুক।
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, এটাই তাঁর ছবির লুক।
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, এই তাঁর লুক।
তবে ছবির নাম কেন ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’? তা নিয়ে মুখ খুলেছেন পরিচালক।
পরিচালক জয়ব্রতর কথায়, ‘আমার ছবির চরিত্ররা দুষ্কৃতী আবার প্রত্যেকেই বিশেষ কাজে দক্ষ।’ ছবিতে ছবির লুকে ঋষভ বসু।
পরিচালক বলেন, ‘চরিত্ররা দুষ্কৃতী হওয়া সত্ত্বেও প্রত্যেকে শিল্পী, তাই এমন নাম দেওয়া হয়েছে।’ এই ছবিতে সিনেমার লুকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
পরিচালকের কথা মানলে, এককথায় বলা ভালো, এই ছবির সব চরিত্র ক্রিমিন্যাল।
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর ক্যামেরার দায়িত্বে ছিলেন অর্ণব লাহা এবং নবনীল সান্যাল। ছবিতে চরিত্রের লুকে অমিত সাহা।
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…