পুরীর জগন্নাথ মন্দির থেকে একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন ভাগ্যশ্রী।
কমলা রঙের একটা সালোয়ার কামিজ পরে পুরীর মন্দিরের সামনে পুরোহিতদের সঙ্গে দেখা যায় ভাগ্যশ্রীকে।
ভাগ্যশ্রী লেখেন, 'জয় জগন্নাথ! ভগবানের আশীর্বাদ পেলাম। পুরীতে জগন্নাথ দর্শনে এসেছি। এখানে আসাটা খুব প্রয়োজন ছিল।'
ভাগ্যশ্রী জানিয়েছেন, 'খুব ভালভাবে জগন্নাথ দর্শন করেছি। ওইদিনই মন্দিরের পতাকাও পরিবর্তন করা হয়। সেই পরিবর্তিত পতাকা পুরোহিত আশীর্বাদ স্বরুপ আমায় দিয়েছেন।'
ভাগ্যশ্রীর হাতে একটি জগন্নাথ দেবের ছবিও তুলে দিতে দেখা যাচ্ছে মন্দিরের পুরোহিতদের।
বুনো মাশরুম দিতে তৈরি বিখ্যাত ওড়িয়া খাবার 'চাট্টু বেসরা' খেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। যেটি কিনা সরষে দিয়ে তৈরি করা হয়, আর ঘি ভাতের সঙ্গে খাওয়া হয়।
পুরী সুমুদ্রমুখী হোটেলের ঘর থেকেও একটি ছবি পোস্ট করেছেন ভাগ্যশ্রী।