By Priyanka Bose
Published 10 Apr, 2023
Hindustan Times
Bangla
ভারতে এসে পড়াশোনা করেছেন 'ড্রাগন কুইন', ভুটানের রানি জেটসুন পেমাকে চেনেন?
হিমালয় অঞ্চলের ছোট্ট দেশ ভুটান। ওই দেশের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকে। রানির নাম জেতসুন পেমা।
ভুটানের রানি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। জেটসুন পেমার জন্ম ১৯৯০ সালের ৪ জুন।
জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের স্ত্রী জেটসুন পেমা। ভুটানের ড্রুক গ্যাল্টসুয়েন (রানি) জেটসুন পেমা।
ভুটানের 'ড্রাগন কুইন' নামেও পরিচিত জেটসুন পেমা। তিনি বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ রানি।
রানি জেটসুন পেমা ও রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের দুই পুত্র সন্তান।
দুই রাজপুত্রের নাম প্রিন্স জিগমে নামগেল এবং প্রিন্স জিগমে উগেন ওয়াংচুক।
থিম্পুর লিটন ড্রাগন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা নিয়েছেন জেটসুন পেমা। এরপর পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের সেন্ট জোসেফ কনভেন্টে পড়াশোনা করেছেন।
২০০৬ সালে হিমাচল প্রদেশের সোলানের লরেন্স স্কুলে পড়াশোনা করেছেন জেটসুন পেমা।
উচ্চশিক্ষার জন্য লন্ডনের ইউনিভার্সিটিতে যান জেটসুন পেমা। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন সেখানে।
২০১১ সালের ২০ মে সংসদের সপ্তম অধিবেশন শুরুর সময় রাজা তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন।
২০১১ সালের ১৩ অক্টোবর পুনখা জং-এ দুজনে বিয়ে করেন। পুনখা জংয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভুটানের রানি শিল্প এবং বাস্কেটবলের প্রতি আগ্রহী। স্কুলে বাস্কেটবল দলের অধিনায়ক ছিলেন তিনি।
ভুটানের রানি ভারতীয় ভাষা জোংখা ছাড়াও হিন্দি এবং ইংরেজিতে সাবলীল।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন