By Tulika Samadder
Published 10 May, 2023
Hindustan Times
Bangla
নীলকণ্ঠ ফুল বাড়ির কোনদিকে রাখলে অর্থকষ্ট দূর হয়ে শান্তি আসবে?
ভগবান বিষ্ণু থেকে শনিদেব- খুবই প্রিয় এই নীল অপরাজিতা। বাস্তুমতে এই গাছ বাড়িতে থাকলে কষ্ট, দুঃখ কেটে যায়।
শুধু শনি বা বিষ্ণুর না, দেবী লক্ষ্মীও ভালোবাসে নীলকণ্ঠ। এই গাছ বাড়িতে থাকলে আসে পজিটিভিটি।
সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে নীল রঙের অপরাজিতা।
শনিবার করে অর্পণ করুন শনি ঠাকুরের পায়ে।
অপরাজিতা গাছ থাকলে বাড়িতে আসবে না আর্থিক কষ্ট। গাছ লাগাতে বেছে নিন বৃহস্পতিবারের দিনটি।
অপরাজিতা ফুলকে বিষ্ণুপ্রিয়াও বলা হয়। তাই সিংহাসনে বিষ্ণু থাকলে তাঁকেও অর্পণ করুন।
নীলকণ্ঠ গাছ লাগান বাড়ির উত্তরপূর্ব কোনে। টবেও রাখতে পারেন এই কোন বরাবর।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন।