Hindustan Times
Bangla

চরিত্রের প্রয়োজনে কতো কিছুই না করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। তবে বাঙালি চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না, এমন অভিনেতার দেখা মেলা ভার। বলিউডের খ্যাতনামা সেই অভিনেত্রীদের দেখে নেওয়া যাক, যাঁরা বঙ্গললনার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সবার। 

দীপিকা পাড়ুকন: বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে একজন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেন।মুখ্য চরিত্র পিকু নামেই অভিনয় করেন তিনি

বিদ্যা বালান: একটি নয় একাধিক ছবিতে বং বিউটি হিসাবে দেখা গিয়েছে বিদ্যা বালানকে। পরিণীতা,  কাহানি এবং ভুল ভুলাইয়া ছবিতে তিনি ছিলেন একজন বাঙালি

ইলিয়ানা ডি ক্রুজ: অনুরাগ বসুর ‘বরফি’ ছবিতে বঙ্গললনার চরিত্র ফুটিয়ে তোলেন ইলিয়ানা। তাঁর অভিনয় মন কাড়ে সকলের

প্রিয়াঙ্কা চোপড়া: আলি আব্বাস জাফরের ‘গুণ্ডে’ ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে ছিলেন পিগি চপস। কলকাতার বহু স্থান দেখানো হয় এই ছবিতে

ঐশ্বর্যা রাই  বচ্চন: সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ এবং ঋতুপর্ণ  ঘোষের ‘চোখের বালি’ এই দুই ছবিতে বাঙালি চরিত্র ফুটিয়ে তোলেন। দুটি ছবিতেই  অনবদ্য অভিনয় করেন নায়িকা

তৃপ্তি দিমরি: বলিউডের নতুন ক্রাশের বলিউডে অভিষেক অনেকদিন আগেই। ক্রাশ হওয়ার আগে তিনি এক রক্ষণশীল বাঙালি পরিবারের বউ হিসাবে অভিনয় করেন। সেই ছবির নাম  ‘বুলবুল’। সেখানে মূল নাম ভূমিকা ছিলেন তিনি

আলিয়া ভাট: করণ জোহারের ‘রকি ওর রানী কী প্রেম কাহানি’ ছবিতে বাঙালি মেয়ের ভূমিকা ছিলেন। তাঁর চরিত্রের নাম ছিল রানি

সোনাক্ষী সিনহা: মোতওয়ানের ‘লুটেরা’ ছবিতে সোনাক্ষী ছিলেন একজন বাঙালি বধূ। তাঁর অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক মহলে