Hindustan Times
Bangla

বলিউডের রঙ্গিন জগতে নিজেদের নাম উজ্জ্বল করতে পারলেও পড়াশুনার দিক দিয়ে নেহাতই পিছিয়ে তাঁরা। দেখে নেওয়া যাক সেইসব বলি সেলেবদের এক নজরে

আলিয়া ভাট: ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ ছবি তে প্রথম বলিউড ডেবিউ করার জন্য মাঝপথে পড়াশুনা ছাড়েন আলিয়া ভাট

করিশমা কাপুর: শোনা যায়,  অভিনয়ের নেশা তে স্কুলের গন্ডি না পেরিয়েই বলিউডে পা রাখেন করিশমা কাপুর

কাজল: মাত্র ১৭ বছর বয়সে কলেজের পড়াশুনা শেষ না করেই বলিউডে পা রাখেন কাজল

কঙ্গনা রানাউত: ১৫ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান কঙ্গনা। নায়িকা হওয়ার আশাতেই মুম্বইয়ে পা রাখেন তিনি। ক্লাস ১২ ফাইনাল পরীক্ষা আর দেওয়া হয়নি তাঁর

ক্যাটরিনা কাইফ: প্রথাগত কোনও শিক্ষা নেন নি ক্যাট। বাড়ি থেকেই পড়াশুনা করেছেন তিনি। ছোটো থেকেই মডেলিং-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি

দীপিকা পাডুকোন: সমাজবিদ্যায় ব্যাচেলর ডিগ্রি অর্জনের জন্য ‘IGNOU’ তে নিজের নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই পড়াশুনা শেষ করেননি তিনি

সোনম কাপুর: ইস্ট লণ্ডনের কলেজে গ্র্যাজুয়েশনের জন্য পড়াশুনা শুরু করলেও বলিউডে পা দেওয়ার পর আর পড়াশুনা শেষ করা হয়ে ওঠেনি সোনমের

Enter text Here

শ্রীদেবী: এক সাক্ষাতকারে শ্রীদেবী বলেছিলেন ‘ স্কুল বা কলেজের পড়াশুনার আনন্দ থেকে আমি বঞ্চিত হলেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার আনন্দ আমি উপভোগ করতে পেরেছি এবং কোনও প্রকার বিরতি ছাড়া আমি কাজ করে গেছি।

তনুজা: মাত্র ৫ বছর বয়সে তিনি অভিনয় শুরু করলেও তারপর পড়াশুনা জারি রাখেন। তবে বেশিদিন তা জারি রাখতে পারেন নি।