By Sanket Dhar
Published 21 Feb, 2023
Hindustan Times
Bangla
কীভাবে সঙ্গীকে ব্রেক আপের কথা জানাবেন? রইল কিছু টিপস
ব্রেক আপের সময় কোন কথাটা বলবেন আর কোনটা বলবেন না, তা মাথায় রাখা জরুরি।
ভুল কথা বললে সমস্যা
প্রথমেই সঙ্গীকে বলুন কিছু জরুরি কথা তাঁকে জানাতে চান।
প্রথমেই ব্রেক আপের কথা না তুলে তার ভালো দিক নিয়ে দু-একটা কথা বলুন।
তার কোন বিষয়টা আপনার ভালো লাগছে না সেটা এবারে জানান।
কেন ভালো লাগছে না সেটাও জানানো উচিত। এতে সব দিক ঠিক থাকবে।
এরপরেই জানান, আপনি ব্রেক আপ করতে চান। আপনি এই সম্পর্কে আর থাকতে পারছেন না।
সে এই কথা শুনলে দুঃখ পাবেই। তাই তাকে একবার ‘দুঃখিত বা সরি’ বলা উচিত।
সে কী বলতে চায়, সেটাও শোনা উচিত। তবে নিজের সিদ্ধান্তে ঠিক থাকুন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন