Hindustan Times
Bangla

ব্রেক আপ ডে কেন পালন করা হয়? নেপথ্যের কারণ জানেন 

অ্যান্টিভ্যালেনটাইনস সপ্তাহের শেষ দিন হল ব্রেক আপ ডে।‌

অ্যান্টিভ্যালেনটাইনস সপ্তাহের শেষ দিন হল ব্রেক আপ ডে।‌

২১ ফেব্রুয়ারি ব্রেক আপ ডে পালন করা হয়।

আর পাঁচটি সম্পর্কের মতো সবাই সুন্দর সম্পর্কে থাকে না।

সঙ্গীর অসভ্য আচরণ, ভুল বোঝাবুঝি যেন একরকম মানিয়ে নিতে হয় অন্যকে।

ব্রেক আপ ডে তাদের জন্যই আয়োজন করা। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসার দিন ২১ ফেব্রুয়ারি।

ব্রেক আপ ডেতেই অসহ্য সম্পর্কে ইতি টানার দিন।

এই দিন সঙ্গীকে জানিয়ে দিতে হয় যে আপনি তার সঙ্গে আর থাকতে পারবেন না।

নিজেকে ভালো রাখতেই এই ব্রেক আপ। তাই এই দিনটি পালন করা হয়।